ফরিদগঞ্জে মুক্ত দিবস পালিত
- আপডেট সময় : ০৫:২২:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩ ২২৪ বার পড়া হয়েছে
২৫ নভেম্বর পাক হানাদারের মুক্ত দিবস উপলক্ষে ফরিদগঞ্জে মুক্ত দিবস পলিত হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা মাঠে মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে র্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফরিদগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
এদিন বিকেলে পৌরসভা মাঠে পতাকা উত্তালনের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস-ঐহিত্য নিয়ে আলাচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাদাত হোসন সাবু পাটওয়ারী, সহকারি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার ও মহসীন পাঠান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সহকারি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, পৌর ডেপুটি কমান্ডার আবদুস সামাদ, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ অধ্যক্ষ নেপাল দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার পাটওয়ারীসহ প্রমুখ।