সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক কিশোরীর মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০২:০৭:০৫ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৫০৪ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে মুক্তা আক্তার (১৫) নামে এক কিশোরী মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার(২১মে) উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের বড়গাঁও গ্রামের বেপারি বাড়িতে এঘটনা ঘটে।
মুক্তার পিতা মিজানুর রহমান জানায়, তার দুই ছেলে ও এক মেয়ে। স্ত্রী আমেনা বেগম মানসিক রোগী। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আমেনা বেগম তার মেয়ে মুক্তাকে মাঝেমধ্যে বকাঝকা ও মারধর করতো। শনিবার (২১ মে) সকালে মুক্তাকে মারধর করে। এরই এক পর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ফরিদগঞ্জ থানার এসআই আবেদ আলী জানান, সংবাদ পেয়ে শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।