ফরিদগঞ্জে ভোটাদের সাথে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মতবিনিময়
- আপডেট সময় : ০৫:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২ ৩৪০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ভোটাদের সাথে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার মতবিনিময়
বিশেষ প্রতিনিধি : আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ফরিদগঞ্জে ভোটাদের সাথে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন প্রধানীয়া মতবিনিময় করেন।
২৬ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে কেরোয়ার গ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি কামাল মিজির উপস্থাপনায় অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী মো.জাকির হোসেন প্রধানীয়া বলেন,আপনাদের দুখ সুখ আমাকে বলতে হবেনা, আমি নিজে থেকে আপনাদের সুখ দুঃখের সাথী হবো। আপনাদের মাধ্যমে সাধারন জনগনের সেবা করার জন্য আপনাদের সহযোগী চাই। আমি জনগনের সাথে থাকব,জনগনের সেবা করব। আমি নিতান্তই গ্রামের ছেলে। আমার বাবা একজন সাধারণ কৃষক ছিলেন। দুঃখী মানুষের দুঃখ দুর্ধষা দেখে বড় হয়েছি,আমার টেক্সটাইলে প্রথম চাকরি। তাদের অভাব অনটন আমি দেখেছি, তারা দিনের পর নাখেয়ে ছিলেন। নদী ভাঙ্গা মানুষের হাহাকার দেখেছি, ভিটেমাটি হারা মানুষদের আর্তনাধে ব্যাধিত হয়েছি। আমার জন্য কিছুই চাইনা। আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের ভালোবাসা পেতে চাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ড কমিশনার মোহাম্মদ হোসেন, ৫নং ওয়ার্ড কমিশনার জাহিদ হোসেন, ৮নং ইউনিয়নের ইউপি সদস্য মো.উজ্জল, মাহিন মেম্বার। এছাড়াও অনুষ্ঠানে প্রতিটি ইউনিয়ন থেকে আসা ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : আব্দুল কাদের
বিশেষ প্রতিনিধি – ফরিদগঞ্জ সংবাদ