সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
এস. এম ইকবাল
- আপডেট সময় : ০৩:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের বৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার শোল্লা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা। এতে অংশগ্রহণ করে ২৬টি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ের (৩য়-৮ম) শ্রেণির প্রায় ৫ শতাধিক ছাত্র-ছাত্রী।
এতে প্রায় ৫০ জন হল পরিদর্শক ও শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। তাছাড়া সার্বক্ষণিক তদারকিতে ছিলেন কেন্দ্র সচিব, সহকারী কেন্দ্র-সচিবসহ বিভাগীয় পরিচালকরা।
আমন্ত্রিত মেহমান হিসেবে কেন্দ্র পরিদর্শন করেন শোল্লা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান।
এতে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. শাহাবুদ্দিন ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান মিঠু, দপ্তর সম্পাদক কামাল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক সাবের হোসেন, ত্রান ও পুনর্বাসন সম্পাদক সানজিদ হোসেন হৃদয়, ক্রীড়া সম্পাদক ইয়াছিন গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন পাটোয়ারী, সদস্য সাইফুল ইসলাম, দিদার হোসেন, সাকিল হোসেন, হোসেন, হাছান ভুঁইয়া, রাকিবুল ইসলাম, আব্দুল, শিপন হোসেনসহ সদস্যরা।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও বৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর হোসেন বলেন, ভাওয়াল নবজাগরণ সেবা সংঘের বার্ষিক বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের সবার সহযোগিতায় প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।
সাংগঠনিক সম্পাদক সাইফ হাসান মিঠু বলেন, আমাদের সংগঠন শিক্ষা ক্ষেত্রে কাজ করার পাশাপাশি, সামাজিক অবক্ষয়, মাদক বিরোধী কার্যক্রম এবং হতদরিদ্র মানুষের পাশে থেকে কাজ করে আসছি।
সংগঠনের সভাপতি শাহাবুদ্দিন ইমন বলেন, জ্ঞানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নৈতিকতা সম্পন্ন জাতি গঠনের প্রতি গুরুত্বারোপের জন্যই আমাদের সংগঠন কাজ করছি। আমাদের সংগঠন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, অসহায় মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর।
শোল্লা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আরিফুর রহমান বলেন, সংগঠন কার্যক্রমে আমি মুগ্ধ। তারা প্রতিবছর শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরন বিতরন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজরে আসছে, তাদের সফলতা কামনা করছি।
উল্লেখ্য, ‘ভাওয়াল নবজাগরণ সেবা সংঘ’ ২০২২ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিবছর বৃত্তি পরীক্ষাসহ নানা শিক্ষামূলক কর্মসূচি, দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা, রমজানে অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরনসহ আয়োজন করে আসছে।