ফরিদগঞ্জে ব্যক্তিগত বিরোধের জেরে দোকান ঘরে হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৫:৫২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ৩৮১ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলার ১৪নং ফরিদগঞ্জ (দক্ষিণ) ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামে বেপারি বাড়ির সম্মুখে একটি মুদি দোকানে ব্যক্তিগত বিরোধের জের ধরে হামলার অভিযোগ উঠেছে জসিম(৩০) বিরদ্ধে ।
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে প্রথমে সিসি ক্যামেরার সাথে সংযুক্ত থাকা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার পর দোকানে হামলার কথা জানান দোকান মালিক ভুক্তভোগী আব্বাস উদ্দিন। ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি আরো বলেন, বেশ কয়েকদিন আগে আমার দোকানে থাকা কমর্চারীকে মারধর করে জসিমের ভাই জুবরান । গতকাল রাতে বিষয়টিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় এবং দিবাগত রাতে, হামলার প্রমাণ যেন না থাকে, সেজন্য প্রথমে সিসি ক্যামেরার সাথে সংযুক্ত কারেন্টের লাইন কাটে এবং পরে অস্ত্র দিয়ে দোকানের শার্টার কুপিয়ে রেখে যায়।
ভুক্তভোগী আব্বাস উদ্দিনের ভাই শাহজান জানান, গতকাল রাতের কথা কাটাকাটির ঘটনা সমাধানের জন্য চেষ্টা করেছি এমনকি আমি জসিমের পা ধরা বাকি ছিল৷ সমস্যাটি সমাধানের জন্য সব রকম ভাবে চেষ্টা করার পরও সে কারো কথা না শুনে গভীর রাতে দোকানে হামলা করে।
ঘটনাস্থলে কথা হয় অভিযুক্ত জসিমের মা ফারভিন বেগমের সাথে, এসময় স্থানীয় ভাবে বিষয়টি সমাধানের জন্য তিনি সকলের কাছে আহ্বান জানান।
অভিযুক্ত জসিমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যে আমি এমন কিছুই করিনি।
এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন টিপু জানান আমাকে আব্বাস বিষয়টি জানানোর পর আমি ঘটনাস্থল গিয়ে তা দেখে এসেছি। বিষয়টি সমাধানের জন্য আমি প্রয়োজনী পদক্ষেপ গ্রহণ করবো।
এ বিষয়ে ১৪নং ইউনিয়নের দায়িত্বে থাকা ফরিদগঞ্জ থানার সাব ইন্সপেক্টর খোকন দাস বলেন মৌখিক অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি ভুক্তভোগীকে থানা অভিযোগ করার জন্য বলেছি অভিযোগ করলে অভিযোগের আলোকে ব্যবস্থা গ্রহণ করা হবে ।