সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বিক্রয়কালে জাটকা জব্দ
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
- আপডেট সময় : ০৩:৩১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ২২৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে জাটকা রক্ষা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড, গাজীপুর বাজার, ফরিদগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ফারহানা আকতার রুমা বলেন, জাটকা রক্ষার স্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। কারন আজকের জাটকা রক্ষা করলে আগামীতে ইলিশ উৎপাদনে এগিয়ে যাবে বাংলাদেশ, তাই জাটকা রক্ষা করতে হবে।
এসময় থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন’র নেতৃত্বে পুলিশ ফোর্স ও মৎস্য বিভাগের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ গ্রহণ করেন।