ফরিদগঞ্জে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

- আপডেট সময় : ০২:১২:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২৭০ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে উৎসব মুখর পরিবেশে খ্রিষ্ট ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় বড়দিন উপলক্ষ্যে সোমবার (২৫ ডিসেম্বর) নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় খ্রিষ্টান ধর্মালম্বী ২২টি পরিবারের সদস্যরা এবং বাংলাদেশ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করে তাকে আরো বর্ণিল করে তোলেন।
জানা যায়, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাশ্বর্তী লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তা সাহেবগঞ্জ গ্রামের খ্রিষ্টান পরিবারের সদস্যদের নিয়ে সাধু জোসেফের প্রতিষ্ঠিত গীর্জায় প্রার্থনা করেন। দিবসটি উপলক্ষ্যে পুরো খ্রিষ্টানপল্লী নববধূর সাজে সজ্জ্বিত হয়। প্রতিটি ঘরে ঘরে চলে উন্নত খাবারের ধুম-ধাম আয়োজন। অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে বাংলাদেশ পুলিশ বাহিনী। চাঁদপুর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে দিবসের শুভসূচনা স্বরূপ বড়দিনের কেক ও শুভেচ্ছা উপহার প্রদান করেন খ্রিষ্টাদের হাতে।
কেক কাটা ও শুভেচ্ছা উপহার বিনিময় শেষে লক্ষীপুর জেলা থেকে আগত ফাদার সু’শান্ত ডিকস্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম, যোসেফ ডিসিলভা সহস্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে রেথলেহেম শহরে জন্মগ্রহন করেন। খ্রিষ্টধর্মাবলস্বীদের বিশ্বাস, সৃষ্টি কর্তার মহিমা প্রচার ও মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনার জন্য যিশু খৃষ্টের জন্ম হয়েছিল।