ফরিদগঞ্জে ‘প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা’র মেধাবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ২০০ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গড়া ও মেধাবীদের মূল্যায়নের মাধ্যমে প্রকৃত মেধাবীদের এগিয়ে নেয়ার প্রত্যয় নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি ২০২৫) দুপুরে উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সভাপতি ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি এ কে এম সালাহউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সারিনা আলম কনস্ট্রাশন এর চেয়ারম্যান ও সিইও সামছুল আলম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন বাহার, গল্লাক আদর্শ কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, গল্লাক দারুস সুন্নাত মাদ্রাসার অধ্যক্ষ মাও. আ. রব, সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজী। আলোচনা শেষে এই অঞ্চলের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।











