ফরিদগঞ্জে প্রচারনার মাঠে নৌকা-ঈগল-ট্রাকের উত্তাপ কৌশলী নোঙ্গর
- আপডেট সময় : ১০:৫৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৩২৪ বার পড়া হয়েছে
ভোটের দিন যত এগিয়ে আসছে ততোই নির্বাচনের মাঠ প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে। তবে এখনও অনেক প্রার্থীই ঢিমেতালে প্রচারণার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান জানান ফরিদগঞ্জ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয়ের বিকল্প নেই। সেক্ষেত্রে নারীদের ভোটও গুরুত্বপূর্ণ, তাই তাদের দ্বারে দ্বারে নৌকার পক্ষে তিনি এবং তার সমর্থকরা যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। উঠান বৈঠক ও কেন্দ্র গঠন করছেন কর্ম -সমর্থকরা। নৌকার পক্ষে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা পরিষদের সদস্য আলী আক্কাস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত জিএস তছলিম, উপজেলা মহিলা আওয়ামিলীগের সভাপতি নাজমুন নাহারসহ অনেকেই নৌকার পক্ষে মাঠে ছুটে বেড়াচ্ছেন।
নৌকার প্রার্থীর পাশাপাশি সকল প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে গোটা সদর উপজেলার ইউনিয়ন,গ্রামের সড়কগুলো। প্রতিদিন মাইকেও প্রচার করার পাশাপাশি কর্মীদের জন্য অফিস বসানো হয়েছে।
স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চাঁদপুর ৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ড.শামছুল হক ভুঁইয়া সমানতালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। টানা উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি। সেইসঙ্গে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সাবেক ছাত্রনেতা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হারুন অর রশিদ সাগরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা ঈগল প্রতীক নিয়ে মাঠ ছুটে বেড়াচ্ছেন।
আরেক স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক সিআইপি জালাল আহমেদ। সেই সঙ্গে তার স্ত্রী মাইমুনা জালাল ইকরা, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সাহাবুদ্দিন শাবু,সাবেক ছাত্র নেতা পাবেল পাটোয়ারীসহ নেতাকর্মীরা ট্রাক প্রতীক নিয়ে মাঠ ছুটে বেড়াচ্ছেন।
এ ছাড়া জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন প্রচার প্রচারণা চালাচ্ছেন
এইদিকে সবার মুখে আলোচনা ব্যক্তি নোঙ্গর প্রতীকের প্রার্থী বিএনএমের মহাসচিব ডাঃ শাহজাহান, তিনি সমান তালে মাঠ পর্যায়ে কৌশলে প্রচার প্রচারনা চালাচ্ছেন।
বাকি ৩ প্রার্থীর কেউই এ আসনে এখনও প্রচারণার কাজে তেমনভাবে নামেননি। কিছু নির্দিষ্ট স্হানে কয়েকটি ব্যানার ছাড়া মাঠ পর্যায় প্রচারণা দেখা যাচ্ছে না।