ফরিদগঞ্জে পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি’র শীতের উপহার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০১:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১১ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ৭নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৫) বিকালে ইউনিয়নের সিংহেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির (একাংশ) সাধারণ সম্পাদক নান্নু দেওয়ানের সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান পাঠানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মানুষের কথার মূল্য না দিয়ে আসলে কোন রাজনীতি করা সম্ভব হয় না। সাধারণ মানুষের কাজে এগিয়ে যাওয়া রাজনীতি, মুখ পিরিয়ে নেওয়া রাজনীতি নয়। মানুষের জন্য কাজ করাই রাজনীতি, নিজের ব্যক্তিত্ব দেখানো রাজনীতি নয়। মানুষের খোঁজ খবর নেওয়া ও তাদের ভালোবাসা পাওয়াই আসল রাজনীতি। বিএনপি দল অনেক শক্তিশালী দল, বিএনপির রাজনীতি কারো ক্ষতি করার রাজনীতি নয়।
শীতের উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, সাবেক যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফজলুর রহমানসহ ইউনিয়ন বিএনপির নের্তৃবৃন্দ, ছাত্রদল যুবদলসহ অন্যান্যরা।