ফরিদগঞ্জে নৌকা প্রতীক নিয়ে সাংবাদিক শফিকুর রহমানের গনসংযোগ
- আপডেট সময় : ০৩:৪৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ২২২ বার পড়া হয়েছে
আগামী ৭ জানুয়ারী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনা শুরু করেছে নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান।
১৮ই ডিসেম্বর সােমবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক সংগ্রহ করেন। পরে তিনি সকল নেতা কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
গনসংযোগ শেষে উপজেলা পরিষদে সমাবেশে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান এসময় তিনি বলেন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তার ব্যতিক্রম নয় ফরিদগঞ্জ। গত ৫ বছরে ফরিদগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচন নৌকা প্রতীকে ভোট দিলে আমরা আরো উন্নয়ন করতে সক্ষম হবো। এই ফরিদগঞ্জ কে একটি ডিজিটাল ফরিদগঞ্জে রুপান্তর করতে সক্ষম হবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও পৌরমেয়র আবুল খায়ের পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা খাজে আহাম্মদ মজুমদার, জেলা পরিষদের সদস্য আক্কাছ পাটওয়ারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহিন, যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিনসহ প্রমূখ।