ফরিদগঞ্জে নিসচা’র ছাগল বিতরণ
- আপডেট সময় : ১১:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪ ১৯৪ বার পড়া হয়েছে
নিরাপদ সড়ক চাই(নিসচা)’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত মোট ২টি পরিবারে মাতৃছাগল দেওয়া হয় ।
মঙ্গলবার(১৩ ফেব্রয়ারী) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজারে নিসচা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ১টি এবং নিরাপদ সড়ক চাই ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ১টি মোট ২টি ছাগল প্রদান করা হয় ।
ছাগল বিতরণকালে নিসচা’র সভাপতি বারাকাত উল্লাহ বলেন, নিসচার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় এ বছর ও মাতৃছাগল বিতরণ করা হয় । আপনারা এ ছাগল লালল-পালন করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনবেন । একটি ছাগল দিয়ে একটি খামার গড়ে তুলবেন বলে আশা করছি। আমাদের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ফিরোজ আলম সাইফ, সাধারণ সম্পাদক নারায়ন রবি দাস,অর্থ সম্পাদক বাকি বিল্লা,দপ্তর সম্পাদক রুহুল আমিন খান স্বপন,দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী,সদস্য ইসমাইল হোসেন, কপিল উদ্দিন ।