ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল’র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০২:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১২ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিদ্যালয়ের হলরুমে কিন্ডারগার্টেন’র ম্যানেজিং কমিটি, অভিভবাক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মুজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, এ্যাড. আব্দুর রহমান, বিদ্যালয়ের পরিচালক জুয়েল গাজী, শিক্ষানুরাগী নাজির আহমেদ হুমায়ুন পাটওয়ারী, মোঃ সোহেল হোসেন, বেলায়েত হোসেন, সহকারি শিক্ষক রেবা বিশ্বাস, ফাতেমা আক্তার, রাসেদুল ইসলাম, ক্বারী মোঃ ইয়াছিন পাটওয়ারী, আলিমা আক্তার স্মৃতি, হাফেজ কাউছার আহমেদ, হাফেজ নাইমুল ইসলাম।