ফরিদগঞ্জে দৈনিক প্রিয় চাঁদপুর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

- আপডেট সময় : ১১:০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ৩০০ বার পড়া হয়েছে

কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদগঞ্জে ‘দৈনিক প্রিয় চাঁদপুর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রবিবার (১২ নভেম্বর) ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী-যুবলীগের কার্যলয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।
দৈনিক প্রিয় চাঁদপুর’র সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর বার্তার বার্তা সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, ফরিদগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল, দৈনিক প্রিয় চাঁদপুর’র প্রধান সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাস্সুম, রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, শরীফ খান, আলাউদ্দিন ভূঁইয়া, আলমগীর হোসেন, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি আলী নেওয়াজ প্রমুখ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পত্রিকাটির অনলাইন ইনচার্জ জাহিদুল ইসলাম ফাহিম, ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি কে এম নজরুল ইসলাম, মোহাম্মদ হাসান আলী সহ অন্যান্যরা।