ফরিদগঞ্জে দায়িত্বরত অবস্থায় এরিষ্টোফার্মার মেডিকেল প্রমোশন অফিসারের মৃত্যু
- আপডেট সময় : ০৪:৪২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে দায়িত্বরত অবস্থায় এরিষ্টোফার্মার শাহাদাত হোসেন (৪৬) মেডিকেল প্রমোশন অফিসারের মৃত্যু হয়েছে। ১৮ ডিসেম্বর বিকালে ফরিদগঞ্জ বাজারে শাহাদাত হোসেন দায়িত্বরত অবস্থায় হঠাৎ অসুস্থ্য হয়ে বুমি করে জ্ঞান হারিয়ে ফেললে আশ-পাশের লোকজন দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক এইচ এম রকিবুল আবেদিন তাকে BRIUGH DEAD ঘোষনা করেন। তার মৃত্যুর সংবাদে বিভিন্ন ওষধ কোম্পানীর প্রতিনিধিরা কান্নায় ভেঙ্গে পড়েন। নিহত এরিষ্টোফার্মার প্রমোশন অফিসার শাহাদাত হোসেন চাঁদপুর সদর উপজেলার বাঘড়া এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে। নিহত শাহাদাত হোসেন ফরিদগঞ্জ এ আর পাইলট উচ্ছ বিদ্যালয়ের কাছে মা,স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন।
১৯ ডিসেম্বর বৃহস্প্রতিবার সকালে নিহত শাহাদাত হোসেনের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
ফরিদগঞ্জ বাজারের একাধিক ফার্মেসী ও সাধারন ব্যাবসায়ীরা বলেন, নিহত শাহাদাত হোসেনের ম্যানেজার প্রতিনিয়ত তাকে সেলর্সসের জন্য গালি গালাজ করতো যার কারনে শাহাদাত হোসেন সবসময় আতংঙ্কে থাকতো। একাধিকবার তাদের দুজনকে প্রকাশ্যে ঝগড়া করতে দেখেছেন। এরিয়া ম্যানেজার মুক্তি শাফায়েত উল্লাহ বলেন, তার শুধু ঝগড়া করতাম তা না, আমরা একত্রে চলতাম খাবার খেতাম।
ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. এইচ এম রকিবুল আবেদিন বলেন, আমাদের কাছে আশার পর শাহাদাত হোসেনকে মৃত অবস্থায় পাই। তার পূর্বের কোন রোগের ইতিহাস জানা নেই।