ফরিদগঞ্জে জাতীয় শোক দিবসে উপজেলা আওয়ামীলীগের শোক র্যালী আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০১:০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৩৪৪ বার পড়া হয়েছে
জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী, শোক র্যালী আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু হওয়া শোক র্যালী উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারে’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান , উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি রফিকুর আমিন কাজল, লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, সাইফুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি মাহফুজুল হক।
এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে। কিন্তু আমারা আওয়ামীলেিগর সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা এখনো এক ও ঐক্যবদ্ধ হতে পারি নি। আজকেও আমরা ভিন্ন ভিন্ন অনুষ্ঠান করেছি। এখনো সময় আছে সকল দিধাদ্বন্ধ ভুলে গিয়ে আগামী নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিতে সকলে একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করতে হবে। আজকের এই শোকের দিনে আমাদের এইদীপ্ত শপথ নিতে হবে।