ফরিদগঞ্জে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা
- আপডেট সময় : ১০:২৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ২৭৬ বার পড়া হয়েছে
চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের জাতীয় পার্টি প্রার্থী এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য বিষয়ক উপদেষ্টা শেখ সাজ্জাদ রশিদ নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে তিনি ১২ দফার ইশতেহার তুলে ধরে বলেন, স্মার্ট ফরিদগঞ্জ বিনির্মাণে আমি স্বল্প ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের হার্ড-স্কিল এর বৃদ্ধির সাথে সাথে সফট স্কিল বৃদ্ধিতেও কাজ করবো আমি। যাতে আমাদের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করেই বেকার না থাকে।
প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: আউয়াল মিয়াজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, সহসভাপতি মো: হারুনুর রশীদ যুগ্ম-সাধারণ সম্পাদক মো: মাহাফুজ শেখ, অর্থ বিষয়ক সম্পাদক মো: স্বপন পাটওয়ারী, শিক্ষা বিষয়ক সম্পাদক মো: সাজ্জাদ রায়হান বাদল, প্রচার সম্পাদক মো: জাকির হোসেন দুলাল, পৌর সভাপতি ইলিয়াস হোসেন পাটওয়ারী, যুব সংহতি আহব্বায়ক মো: বাবুল শেখ সহ দলের অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।