ফরিদগঞ্জে গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল
- আপডেট সময় : ০২:১৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৪৬৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে সদ্য অনুমোদন প্রাপ্ত ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে নবগঠিত ছাত্রদল কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২ মে (মঙ্গলবার) বিকেলে গোয়াল ভাঁওর বাজারে নবগঠিত ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী’র নেতৃত্বে দুই শতাধিক ছাত্রদল কর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। আনন্দ মিছিলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ স্লোগানে স্লোগানে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয় আলহাজ্ব এম এ হান্নান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান মঞ্জু, সদস্য সচিব শাওন চৌধুরীকে। আনন্দ মিছিলটি গোয়াল ভাঁওর বাজারের মূল সড়ক পদক্ষিন করে।
আনন্দ র্যালি পরবর্তী নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা পর্বে নবগঠিত কমিটির সভাপতি ফজলে রাব্বি বলেন, আমরা সবাই কাঁধেকাধ মিলিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আগামীতে রাজপথে থাকবো। নবগঠিত কমিটি সদস্যরা সংগঠন বহির্ভূত কাজ থেকে নিজেকে দূরে রেখে সিনিয়রদের নেতৃবৃন্দের দিক-নির্দেশনা মেনে আগামীতে ছাত্রদলকে সুসংগঠিত ছাত্রদল ইউনিট হিসাবে গড়ে তুলতে আমাদের সকলের কাজ করতে হবে। তিনি আরোও বলেন, আমাদের দ্বারা যেনো কারো কোনো ধরনের ক্ষতি না হয়, আমরা যেনো আমাদের কাজের মাধ্যমে মানুষের আস্তা ও ভালোবাসা অর্জন করতে পারি সেই বিষয় মাথায় রেখে সামনের দিকে এগিয়ে যাবো। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশনায়ক জনাব তারেক রহমান’কে দেশে ফিরে আনার জন্য রাজপথে উপজেলা ছাত্রদলের কমান্ড অনুযায়ী নবগঠিত ছাত্রদল সব সময় রাজপথে থাকবে এবং তাতে আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করি।
আমরা দলপ্রেমিক ছাত্রনেতা ও একনিষ্ঠ দলের কর্মীরা সকল প্রকার গ্রুপিং বাদ দিয়ে ও মতানৈক্য ভুলে একে অপরের হাতে হাত রেখে একসাথে আন্দোলন, সংগ্রাম সফল করার জন্য এগিয়ে আসবো, দলের জন্য আমরা এক ও অভিন্ন।
আনন্দ মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক সাহেদুল ইসলাম আহাদ, সিনিয়র সহ-সভাপতি সালেহ আহম্মদ হৃদয়, সহ-সভাপতি নাজমুল হুদা শোয়েব, সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ হাসান, মো: তারেকুল ইসলাম, মো: মিরাজ পাটোয়ারী, নাহিদ হাসান হৃদয়, মহন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর বেপারী, নাছিম হাওলাদার, দপ্তর সম্পাদক রাকিব, প্রচার সম্পাদক মারুফ পাটোয়ারী, ক্রীড়া বিষয়কসম্পাদক আক্তার অনিক, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ফাহাদ আহম্মেদ, সদস্য সাকিব, আহম্মেদ শান্ত, হাসান মিজি ও ছাত্রদল নেতা হৃদয়, আহাদ, তুহিনসহ অন্যান্যরা৷