ফরিদগঞ্জে কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাবার্ষিকিতে শিশু-কিশোরদের আনন্দ উৎসব
- আপডেট সময় : ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ৪৪৯ বার পড়া হয়েছে
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার ৬৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার শিশু-কিশোরদের আনন্দ উৎসব সম্পন্ন হয়েছে৷
শুক্রবার (৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ নবীন কচি-কাঁচার মেলার প্রশিক্ষণাগার মম্মি-এমিলি চিত্রশালায় সংগঠনটির শিশু-কিশোর শিক্ষার্থীদের দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকির কেক কাটা ও আনন্দ উৎসবের আয়োজন করা হয়৷ এদিন সানজিদা নবী আদ্রিতার সভাপতিত্বে অানন্দ উৎসবে শুভেচ্ছা বিনিময় করে প্রতিষ্ঠানটির সংগীতের প্রশিক্ষক স্বজন সাহা, আবৃত্তি ও উপস্থাপনার প্রশিক্ষক শামীম হাসান, নৃত্যের প্রশিক্ষক খালেদ হাসান। পরে প্রতিষ্ঠার্ষিকী উপলক্ষে দলীয় সংগীত পরিবেশন ও শিশুদের আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তা আক্তার, ফারহানা আক্তার সহ অন্যান্যরা৷
উল্লেখ্য ফরিদগঞ্জ উপজেলা সদরের এই সংগঠনিটি প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত চিত্রাংকন, গান, নৃত্য, আবৃত্তি ও উপস্থাপনার প্রশিক্ষণ দেয়া হয়।