সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে এম এ হান্নান’র সুস্থতায় দোয়া আয়োজন
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব এম এ হান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মার্চ) বাদ জুমা দক্ষিণ কাছিয়াড়া পশ্চিম পাঠান বাড়ি জামে মসজিদে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠানে ব্যাবস্থাপনায় আলহাজ্ব এম এ হান্নানের সুস্থতার জন্য এ দোয়ার আয়োজন করা হয়।
এসময় দোয়া অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন পাঠান উপস্থিত সকলের কাছে উপজেলা বিএনপির আহ্বায়ক শিক্ষানুরাগী দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। উল্লেখ্য এম এ হান্নান তার চোখের অপারেশনের জন্য সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা মো: জাকির হোসেন।