ফরিদগঞ্জে এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন ।। পাশের হার ৯১.২০
- আপডেট সময় : ০৭:৪৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২৭৪ বার পড়া হয়েছে
রবিবার (২৬ নভেম্বর) ঘোষিত ২০২৩ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ফরিদগঞ্জে মোট ৪৮জন জিপিএ-৫ পেয়েছে। এরমধ্যে এইচএসসিতে ২২জন, আলিমে ১৯জন এবং এইচএসসি(বিএম) এ ৭জন জিপিএ-৫ পেয়েছে। মোট পাশের গড় ৯১.২০ ভাগ। ১৪টি প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ।
ঘোষিত ফলাফলে উপজেলার ৮টি কলেজ থেকে মোট ১৯৪৪জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫১৯জন। পাশের হার ৭৮.১৪ ভাগ। ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রী কলেজ থেকে ২জন, গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রী কলেজ থেকে ৮জন, গল্লাক আদর্শ ডিগ্রী কলেজ থেকে ৪জন, চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ থেকে ৪জন, শোল্লা স্কুল এন্ড কলেজ থেকে ৪জন জিপিএ-৫ পেয়েছে।
আলিমে মোট ৬৪৫জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬২২জন। পাশের হার ৯৬.৪৩ ভাগ। ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১জন, ধানুয়া ছালেহিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২ জন, চান্দ্রা ছামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২জন, গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১জন, মানুরি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে ২জন, পুরান রামপুর আ: রব আলিম মাদ্রাসা ১জন, কাওনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২জন, ইসলামপুর শাহ ইয়াছিন ফাজিল মাদ্রাসা থেকে ১জন, সন্তোষপুর দারুচ্ছুন্নাত ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ১জন, মুন্সিরহাট ইদিধসিয়া হাবিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৪জন, কাছিয়াড়া মহিলা আলিম মাদ্রাসা থেকে ১জন, হাঁসা ফাজিল মাদ্রাসা থেকে ১জন জিপিএ-৫ পেয়েছে।
এইচএসসি (বিএম)এ মোট ১০৬জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫জন পাশ করেছে। পাশের হার ৯৯.০৫ ভাগ। এর মধ্যে মুলপাড়া সামছুদ্দিন খান কাগিরি ও বাণিজ্য কলেজ থেকে ৭জন জিপিএ-৫ পেয়েছে।