ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিসচা’র স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৪:৫৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২ ৩৪২ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে নিসচা’র স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিধিমালা চুড়ান্ত করনের দাবী জানিয়ে নিরাপদ সড়ক চাই- ফরিদগঞ্জ উপজেলা শাখা স্মারকলিপি প্রদান করা হয়।
১০ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় নিরাপদ সড়ক চাই(নিসচার) ফরিদগঞ্জ শাখা কমিটির সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটওয়ারীন ও সাধারন সম্পাদক নারায়ন রবিদাসের নেতৃত্বে উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে এই স্মারকলিপি প্রদান করা হয়। আসন্ন ২২ অক্টোবর জাতীয় সড়ক দিবসের অংশ হিসেবে জাতীয় সড়ক দিবস পালনের প্রস্তুতির লক্ষে দেশব্যাপী একযোগে কেন্দ্রিয় ও শাখা পর্যায়ে স্থানীয় প্রশাাসনের মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইনের বিধিমালা চুড়ান্ত করনের দাবী জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
সময়ে উপস্থিত ছিলেন, নিসচা’র ফরিদগঞ্জ শাখার সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সাধারন সম্পাদক নারায়ন রবিদাস ও সদস্য ইসমাইল হোসেন প্রমুখ। ফরিদগঞ্জ শাখা কমিটির নেতৃবৃন্দ এসময় জাতীয় সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা করেন।