ফরিদগঞ্জে ঈদ এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস সম্পন্ন
- আপডেট সময় : ০৬:৪৯:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩ ৩১৩ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে ঈদ-এ মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুসের আয়োজন করেছে ফরিদগঞ্জ উপজেলা গাউছিয়া কমিটি।
ঢাকা মহানগর গাউছিয়া কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এবং তার নেতৃত্বে এই জুলুসে অংশ নেন গাউছিয়া কমিটির বিভিন্ন শাখার নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানরা।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে চরপাড়া মোহাম্মদীয়া তৈয়্যবিয়া দাখিল মাদ্রাসার সামনে থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস শুরু হয়। জশনে জুলুসে উপজেলার গণ্ডি পেরিয়ে উপজেলার বিভিন্ন এলাকার অংশ নিয়েছে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ।
জশনে জুলুসের আনন্দ মিছিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল আহমেদ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, আলহাজ্ব আবুল কালাম আজাদ, আব্দুল মান্নান মনু ভূঁইয়া মাওলানা জহিরুল ইসলাম আলকাদেরী, হাফেজ মজিবুল হক আনসারী, মাওলানা আ.ন.ম শাহাজালাল, মাস্টার আছিম উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম আল কাদেরী সহ অন্যন্যরা।