ফরিদগঞ্জে ইসরাইলি সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৫:১৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইলি ইহুদিদের আগ্রাসানের প্রতিবাদে ফরিদগঞ্জে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে ফরিদগঞ্জ উপজেলা ইমাম মোয়াজ্জেন কল্যাণ পরিষদ এবং সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার অংশগ্রহণে তুলাতুলী মসজিদ সম্মুখ থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ থানা মোড় এলাকা প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা মাঠে এসে মিছিলটি বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়৷
বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নজরুল ইসলামের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা এ.কে.এম মাহবুবুর রহমান, উপাধ্যক্ষ মুফতি এইচ এম আনোয়ার মোল্লা, প্রধান মুহাদ্দিস মাওঃ মমিনুল ইসলাম খান।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, কোন মুসলিমের উপর হামলা নির্যাতন হলে তার পক্ষে দাঁড়াতে হবে। তেমনি আজকের প্রতিবাদ মিছিলে মজলুম মুলমানের পক্ষে ইসরাইলি আগ্রাসানের বিরুদ্ধে আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করছি। আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চাই। ফিলিস্তিন মুক্তিবাহিনি গঠন করে ইসরাইলি ইহুদিদের প্রতিহত করতে হবে। মুসলমানদের কল্যাণে আমরা সবসময়ের জন্য পাশে থাকবো, প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিবো ইনশাআল্লাহ। এখন থেকে আমাদের ইসরাইলি সকল পণ্য বর্জন করতে হবে৷
ইসরাইলের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা ইউনুস আহমেদ, তুলাতুলী জামে মসজিদের খতিব মুফতি আনোয়ার হোসেন আমিনি৷ প্রতিবাদ মিছিল ও সমাবেশে উপজেলা সদর ও প্রত্যন্ত অঞ্চলের তৌহিদী জনতা অংশগ্রহণ নেয়।