শামীম হাসান
বাঙ্গালীর বহু প্রতীক্ষিত স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে ফরিদগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে পদ্মাসেতু উদ্বোধন উদযাপন করা হলো।
২৫ জুন শনিবার বেলা ১১ টা থেকে কয়েকটি স্যাটালাইটে টেলিভিশনে সম্প্রচারিত পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখার মাধ্যমে বাঙ্গালীর এক মহেন্দ্রক্ষনের সাক্ষী হলো শিক্ষার্থীরা। জানা যায় উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ মিলানয়তন কক্ষে এবং ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়লের সকল শিক্ষার্থীদেরকে ৩ টি ভাগে বিভক্ত করে বিদ্যালয়ের অডিটোরিয়াম ও দুটি কক্ষ মোট তিনটি প্রোজেক্টরে অনুষ্ঠান উপভোগ করার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে দিনটিকে উদযাপন করা হয়। এছাড়া উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত বিশ্ববিদ্যালয়, রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়, রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়, গৃদকান্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়।
এ বিষয়ে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ কুন্তল কৃষ্ণ নাথ চাঁদপুর কন্ঠের এই প্রতিনিধিকে জানান, আসল সদইচ্ছে থাকলে সকল অসাধ্য কে সাধ্যতে পরিণত করা যায়, একাত্তরে এদেশের মুক্তিযুদ্ধাদের সদইচ্ছা ও আপন ক্ষিপ্রতার কারনে যেমন করে আমরা পুরো বাঙ্গালী জাতি স্বাধীনতা পেয়েছি একই ভাবে স্বাধীনতার পরবর্তী আমাদের সবচেয়ে বড় অর্জন এমন ক্ষরস্রোতা নদীর উপরে দেশের নিজস্ব অর্থায়নে এত বৃহৎ সেতু নির্মাণ করা। তবে আমাদের মনে রাখতে হবে “স্বাধীন অর্জনের চেয়ে,রক্ষা করা অনেক কঠিন” উদ্বোধনের পরবর্তীতে এটিকে যথাযথ রক্ষনাবেক্ষন ও যথা নিয়মে পরিচালিত করাটা হবে আমাদের দেশ বাসির স্থায়ী সফলতা। পদ্মাসেতু উদ্বোধনের পুরো অনুষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের হলরুমে প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এবং সেটি শিক্ষক ও শিক্সার্থীরা আনন্দের সাথে উপভোগ করেছে।
এছাড়া উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধানদের সাথে কথা বলে জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নির্দেশক্রমে সকল প্রতিষ্ঠানে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠান প্রজেক্টেরে মাধ্যমে উপভোগ করতে পেরে শিক্ষার্থীরা আনন্দিত।
Leave a Reply