ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কমিটি গঠন

- আপডেট সময় : ০২:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে সম্মুখ সারির ত্যাগী ও কারানির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু এই কমিটির অনুমোদন প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা যুবদলের দপ্তর সম্পাদক ফখরুল আলম পাঠান।
নবগঠিত আংশিক কমিটিতে মুহাম্মদ ফয়েজুল ইসলাম খাঁনকে সভাপতি, জামাল উদ্দিন বেপারীকে সাধারণ সম্পাদক এবং মো. আনোয়ার হোসেনকে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
১২ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি: মো. মনির হোসেন, মো. মেহেদী হাসান রাজু, মো. মাহবুব মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মাহবুব আলম, জয়নাল আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. আরিফুর রহমান, মো. মুসা খান, সদস্য: সিফাতুল ইসলাম জামাল, মো. রুবেল হোসেন।
এদিকে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করায় ইউনিয়নজুড়ে যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নবগঠিত কমিটির নেতারা যুবদলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন— ভবিষ্যতে তাঁদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালনে তাঁরা বদ্ধপরিকর এবং সকলের সহযোগিতা কামনা করেছেন।