সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের ধানুয়া-গাজীপুর সেতু এখন দুশ্চিন্তা নাম

নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ধানুয়া-গাজীপুর সেতুর সংযোগ সড়কে বড় ধরনের ভাঙনের সৃষ্টি হয়েছে। সেতুর গাজীপুর অংশের নিচের বালু সরে গিয়ে এ ধস দেখা দেয়। এতে সেতু ও সংযোগ সড়কের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের আশঙ্কা, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুবাহী গাড়িসহ অতিরিক্ত যানবাহনের চাপের কারণে ভাঙন আরও বাড়তে পারে। ফলে সেতু ও সড়কের মধ্যে পুরোপুরি বিচ্ছিন্নতা দেখা দিতে পারে, যা মারাত্মক জনদুর্ভোগ সৃষ্টি করবে।
এলাকাবাসী জানান, ভাঙনের ফলে ইতোমধ্যে কয়েকটি ছোটখাটো দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা খোরশেদ আলম, গাড়ি চালক মফিজুল ইসলাম ও শিক্ষার্থী আল-আমিন জানান, প্রতিদিনই ভাঙনের পরিধি বাড়ছে। দ্রুত সংস্কার না হলে এই সড়কে চলাচল অনিরাপদ হয়ে উঠবে।
ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ বলেন, ভাঙনের বিষয়টি জেনেছি। দ্রুত সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সেতুর অপর অংশে ভাঙন দেখা দিলে দ্রুত তা মেরামত করা হয়েছিল।
জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে ৬ কোটি ২২ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ করা হয়। ৯৯ মিটার দীর্ঘ এ সেতু ২০১৯ সালের শেষের দিকে উদ্বোধন করা হয়।
প্রতিদিন বিকেলে বিভিন্ন এলাকা থেকে বহু দর্শনার্থী সেতু এলাকায় ভিড় করেন। ঈদসহ অন্যান্য ছুটির দিনগুলোতে সেতু এলাকাটি একটি পর্যটন স্পটে রূপ নেয়।
তবে রক্ষণাবেক্ষণের অভাব এবং অপরিকল্পিত মৎস্যচাষ ও অবৈধ ড্রেজিংয়ের কারণে সেতুর সংযোগ সড়কে ভাঙন দেখা দিচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এর আগে সেতুর ধানুয়া অংশেও একই ধরনের ভাঙন দেখা দিয়েছিল, যা পরে মেরামত করা হয়।