ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় নারীদের ভোটদানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান
- আপডেট সময় : ০৪:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ২৫৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে নারী ভোটারদের ভোটদানের উদ্বুদ্ধ করণ নিয়ে নারীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (৭ডিসেম্বর) বিকালে স্থানীয় গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ে চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সিনিয়র সচিব বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য(পিএসসি) মাকছুদুর রহমান পাটওয়ারী। এসময় তিনি বলেন, আমাদের পবিত্র গ্রন্থ আল কোরআন ও হাদিসে এ নারী পুরুষের সমাধিকার কথা বলায় হয়েছে। সেখানে ভোটকে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তা সঠিক নেতা নির্বাচনের জন্য প্রয়োগের কথাও বলা হয়েছে। কোথাও নারীরা ভোট দিতে পারবে না একথা নেই। তাই এতদিন ধরে আপনারা যেই কুসংস্কারের মধ্যে আবদ্ধ রয়েছেন, তা ভুল। বিগত ইউপি নির্বাচনেও কিছু নারী ভোট দিয়েছেন। আমাদের জানামতে কারো কোন ক্ষতি হয়নি। তাই আপনারা পর্দার মধ্যে থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনে অংশীদার হবেন। কারণ দেশ এগিয়ে যাচ্ছে। যাতে পুরুষদের পাশপাশি নারীদেরও ভুমিকা রয়েছে। তাই জড়তা ভেঙ্গে অন্ধকার থেকে আমাদের আলোর পথে আসতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়, জাতীয় মহিলা সংস্থা ও উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে এই উঠান বৈঠকে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম। এসময় আরো বক্তব্য রাখেন জেলা নিার্বচন কর্মকর্তা তোফয়েল আহমেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জি এস তছলিম আহমেদ, উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌলি মন্ডল, সহকারি কমিশনার (ভুমি) আজিজুন্নাহার, থানা অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম, স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খান, বিশ^ সাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা খন্দকার মোস্তফা কামাল, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন ও মাও. মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সভায় বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পুরুষের পাশপাশি সকল কাজ করলেও স্বাধীনতার পর থেকে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ওই এলাকার জৈনপুরের পীরের একটি অনুরোধকে ভুল ব্যাখা করে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে ভোট প্রদান করছে না। তবে গত এক দশক ধরে প্রশাসনসহ সর্বমহলের প্রচেষ্টায় নামমাত্র সংখ্যক নারী ভোট দিলেও বাকীরা আতংকে ভোট কেন্দ্র আসছে না।