সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের গল্লাকে মকবুল স্মৃতি সংসদের উদ্যোগে শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ২৪ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে মকবুল স্মৃতি সংসদের পক্ষ থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং গল্লাক ডে-নাইট মিনি টুর্নামেন্ট নগদ অর্থ প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান এর সভাপতিত্বে তারেক ভুঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মকবুল স্মৃতি সংসদ এর সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল। আরো উপস্থিত ছিলেন মোঃ জামাল সওদাগর,মোঃ ফয়েজ মিজি,মোঃ আজাদ পাটোয়ারী, সৈকত,মিরাজ,ফয়সাল ভূইয়াসহ স্হানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন আমার বাবার নামে প্রতিষ্ঠিত এই স্মৃতি সংসদটি একটি অরাজনৈতিক সংগঠন, দীর্ঘ ২৮ বছর ধরে আমি এই সংগঠনের মাধ্যমে মানুষের জন্য কাজ করে আসছি। সংগঠন নিয়ে কোন রাজনীতি করতে আসি নাই, আপনাদের পাশে সবসময় সামাজিক কাজের মাধ্যমে থাকতে চাই। উল্লেখ্য গত ৩ দিনে মকবুল স্মৃতি সংসদ এর আয়োজনে উপজেলার প্রতিটি ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, বিভিন্ন সামাজিক ক্লাব পরিদর্শনসহ বিভিন্ন মাদ্রাসায় নগদ অর্থ প্রদান করে মকবুল স্মৃতি সংসদ