ফরিদগঞ্জ ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের সাথে মাকছুদুর রহমান পাটওয়ারীর মতবিনিময় ফরিদগঞ্জে সড়কের উপরে হেলে পড়া গাছে যান চলাচলে বিঘ্ন ফরিদগঞ্জ পৌর সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করলেন পৌর মেয়র ফরিদগঞ্জে পাইকপাড়া ইউ.জি উবি’য়ে প্রধান শিক্ষকের কক্ষে চুরি ফরিদগঞ্জে ‘স্বপ্নছায়া সামাজিক সংগঠনে’র শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ ফরিদগঞ্জে বিএনপি নেতাদের নিঃশর্তে মুক্তির দাবী ও অবরোধ সমর্থনে অবস্থান কর্মসূচি ফরিদগঞ্জ এ.আর পাইলট মডেল সরকারি উবি’র ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির লটারি সম্পন্ন পুলিশ কর্মকর্তার হেয়ালিপনায় নির্দোষ আরিফ হলেন ওয়ারেন্টভুক্ত আসামী টনিক মিশ্রিত ড্রাগন ফলে সয়লাভ ফরিদগঞ্জ বাজার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ব্রাক কর্মকর্তার জন্মদিন পালন

প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

শামীম হাসান
  • আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩ ৯৮১ বার পড়া হয়েছে

প্রবাসী প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে ফরিদগঞ্জের এক কলেজ ছাত্রী।

প্রবাসী প্রেমিক আহসান সজীব এর অন্যত্র বিয়ের সংবাদ পেয়ে রবিবার (৩০ জুলাই) উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ’র ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী স্বর্ণালী আক্তার (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, একই উপজেলার ১৪ নং ইউনিয়নের কালির বাজারের আহসান সজীব নামক যুবকের সাথে ২০২১ সালে প্রেমের সম্পর্কে গড়ে উঠে স্বর্ণালী আক্তারের। সম্পর্কে গড়ে উঠার কয়েকদিনের ব্যবধানে জীবিকার তাগিয়ে সৌদিআরবে পাড়ি জমান প্রেমিক আহসান সজীব।

স্বর্ণালীর সহপাঠীরা জানান, তাদের সম্পর্কের এক পর্যায়ে প্রেমিক আহসান সজীব এর পরিবারে প্রেমের বিষয়টি জানাজানি হলে, প্রেমিক আহসান নিজে স্বার্ণলীকে জানান তার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিবে না ও তার বান্ধবীদেরকে দিয়েও বুঝানোর চেষ্টা করেন, স্বর্ণালী বিষয়টি মেনে না নিয়ে তার পর থেকে প্রেমিক আহসান সজীবকে কয়েকবার হুমকিও দিয়েছিলো। সময়ের পালাবদলে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক টিকে ছিলো । প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর থেকে নানা সময়ে স্বর্ণালী ও আহসান সজীব’র নানা বিষয় নিয়ে খুনসুটি লেগেই থাকতো। এর আগে মনমালিন্যের কারনে স্বর্ণালী কয়েকবার ব্লেড দিয়ে নিজের হাত কেটেছেন এবং আত্মহত্যা করারও চেষ্টাও করেছেন৷ সবশেষ শনিবার (২৯ জুলাই) রাতে ম্যাসেঞ্জারে প্রেমিক আহসান সজীব’র পাঠানো এক বার্তায় তার বিয়ে করার খবর জানানোর পর পুরোপুরি মানুসিক ভাবে ভেঙ্গে পড়ে স্বর্ণালী। এমন খবর পেয়ে পাশ্ববর্তী বাড়ির সহপাঠীরা পর দিন রবিবার (৩০ জুলাই) স্বর্ণালীর বাড়িতে গিয়ে কলেজের জন্য রেডি করে প্রতিদিনের মতো তাড়া একসাথে কলেজে যান, কলেজে গিয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত রেজিষ্ট্রেশন ফর্মে স্বাক্ষর দেয়া হলে স্বর্ণালী অন্য বান্ধবীদের না জানিয়ে বাড়ি চলে যান এবং নানার বাড়ির ছোট মামা সাখাওয়াত হোসেন কবির’র ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বর্ণালী নামের ওই কলেজ ছাত্রী। ম্যাসেঞ্জারে প্রেমিক আহসান সজীব যে ম্যাসেজের জেড় ধরে আত্মহত্যা করে স্বর্ণালী তা হলো “আমার ভাইয়া আমার জন্য মেয়ে ঠিক করে ফোন দিছে সব কিছু রেডি ছিলো, আম্মুও ঐখানে ছিলো। আম্মু কসম দিছে বিয়ে না করলে আর তোমার সাথে কথা বললে আম্মু সুইসাইড করবো। আমার কিছু করার ছিলো না আর। তুমি আমারে মাফ করে দিও, প্লিজ। আমি তোমার হয়ে থাকতে পারি নাই ”

প্রতিদন এক সাথে কলেজ যাওয়া আসা করা পাশ্ববর্তী বাড়ির স্বর্ণালী’র কয়েকজন সহপাঠীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিদিনের ন্যায় আজও স্বর্ণালী কলেজে গিয়েছে, আমাদের পরীক্ষা বিষয়ক স্বাক্ষর দেয়া শেষ হলে কলেজের বিদায় অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কলেজের হল রুমে আমরা পরীক্ষার্থীদের একাংশ যাই। কিন্তু স্বর্ণালী আমাদের সাথে না গিয়ে ক্লাস রুমেই বসে ছিলো পরে আলোচনা শেষে ক্লাসে এসে দেখি সে নেই, কিছুক্ষণ পরই আবার খবর শুনি সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এবং এর পর তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি স্বর্ণালীর মৃত দেহ সিলিং ফ্যানের সাথে জুলে আছে। স্বর্ণালীর এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তার স্মৃতিগুলো এখনো যেন চোখের সামনে ভাসছে। এই তো সকালে সে সহ আমারা এক সাথে কলেজ গিয়েছিলাম।

স্বর্ণালী’র নানার বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, বাবার বাড়ি দায়ছারা মোল্লা বাড়িতেই স্বর্ণালী ছোটবেলা থেকে বড় হয়ে উঠে এবং প্রাথমিকের পড়া-শোনা সেখানেই শেষ করে। পরে প্রবাসী বাবা আক্তার হোসেন প্রবাসে থাকা অবস্থায় কিডনিজনিতে রোগে আক্রান্ত হয়ে দেশে ফিরে আসেন এবং চিকিৎসারত অবস্থায় বাবা মৃত্যুবরণ করেন। বাবা আক্তার হোসেন এর মৃত্যুর পর পরিবারের এক মাত্র সন্তান স্বর্ণালী তার নানার বাড়িতে থেকেই বড় হয়েছেন ভর্তি হয়েছেন নানার বাড়ির পাশ্ববর্তী স্কুল রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে ও হাইস্কুলের গন্ডি পেরোনোর পর একাদশ শ্রেণীতে ভর্তি হন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে। মা তাসলিমা বেগম ও নানী হোসনেয়ারাসহ ছোট মামা সাখাওয়াত হোসেন কবির’র ঘরে মামা-মামীর সাথেই থাকতো স্বর্ণালী। সাম্প্রতি সময়ে স্বর্ণালীর বাবার বাড়িতে তার পৈত্রিক সম্পত্তির উপর বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ শেষ হলেই সেখানে চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু জীবিত থেকে আর ফিরে যাওয়া হলো না পৈত্রিক বিটায়, তার আগেই পরোপারে পাড়ি জমালো কলেজ ছাত্রী স্বর্ণালী আক্তার। ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় স্বর্ণালীর নানা বাড়িতে শোকের মাতম বইছে।

এবিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

One thought on “প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

  1. ওই সব ছেলেদের কখনো বিচার হবে না। প্রেম করে নিজের ইচ্ছাতে তখন পরিবারে কথা মনে থাকে না। আর যখন বিয়ের জন্য বলা হয় তখন তাদের পরিবার মানবে না। তাহলে ভালোবাসতে আসো কেনো ভাই।

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে প্রেমিকার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আপডেট সময় : ০১:০১:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

প্রবাসী প্রেমিকের অন্যত্র বিয়ের খবর পেয়ে নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছে ফরিদগঞ্জের এক কলেজ ছাত্রী।

প্রবাসী প্রেমিক আহসান সজীব এর অন্যত্র বিয়ের সংবাদ পেয়ে রবিবার (৩০ জুলাই) উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম রূপসা বেপারী বাড়িতে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজ’র ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থী স্বর্ণালী আক্তার (১৮)।

ঘটনা সূত্রে জানা যায়, একই উপজেলার ১৪ নং ইউনিয়নের কালির বাজারের আহসান সজীব নামক যুবকের সাথে ২০২১ সালে প্রেমের সম্পর্কে গড়ে উঠে স্বর্ণালী আক্তারের। সম্পর্কে গড়ে উঠার কয়েকদিনের ব্যবধানে জীবিকার তাগিয়ে সৌদিআরবে পাড়ি জমান প্রেমিক আহসান সজীব।

স্বর্ণালীর সহপাঠীরা জানান, তাদের সম্পর্কের এক পর্যায়ে প্রেমিক আহসান সজীব এর পরিবারে প্রেমের বিষয়টি জানাজানি হলে, প্রেমিক আহসান নিজে স্বার্ণলীকে জানান তার পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিবে না ও তার বান্ধবীদেরকে দিয়েও বুঝানোর চেষ্টা করেন, স্বর্ণালী বিষয়টি মেনে না নিয়ে তার পর থেকে প্রেমিক আহসান সজীবকে কয়েকবার হুমকিও দিয়েছিলো। সময়ের পালাবদলে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক টিকে ছিলো । প্রেমের সম্পর্ক গড়ে উঠার পর থেকে নানা সময়ে স্বর্ণালী ও আহসান সজীব’র নানা বিষয় নিয়ে খুনসুটি লেগেই থাকতো। এর আগে মনমালিন্যের কারনে স্বর্ণালী কয়েকবার ব্লেড দিয়ে নিজের হাত কেটেছেন এবং আত্মহত্যা করারও চেষ্টাও করেছেন৷ সবশেষ শনিবার (২৯ জুলাই) রাতে ম্যাসেঞ্জারে প্রেমিক আহসান সজীব’র পাঠানো এক বার্তায় তার বিয়ে করার খবর জানানোর পর পুরোপুরি মানুসিক ভাবে ভেঙ্গে পড়ে স্বর্ণালী। এমন খবর পেয়ে পাশ্ববর্তী বাড়ির সহপাঠীরা পর দিন রবিবার (৩০ জুলাই) স্বর্ণালীর বাড়িতে গিয়ে কলেজের জন্য রেডি করে প্রতিদিনের মতো তাড়া একসাথে কলেজে যান, কলেজে গিয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত রেজিষ্ট্রেশন ফর্মে স্বাক্ষর দেয়া হলে স্বর্ণালী অন্য বান্ধবীদের না জানিয়ে বাড়ি চলে যান এবং নানার বাড়ির ছোট মামা সাখাওয়াত হোসেন কবির’র ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্বর্ণালী নামের ওই কলেজ ছাত্রী। ম্যাসেঞ্জারে প্রেমিক আহসান সজীব যে ম্যাসেজের জেড় ধরে আত্মহত্যা করে স্বর্ণালী তা হলো “আমার ভাইয়া আমার জন্য মেয়ে ঠিক করে ফোন দিছে সব কিছু রেডি ছিলো, আম্মুও ঐখানে ছিলো। আম্মু কসম দিছে বিয়ে না করলে আর তোমার সাথে কথা বললে আম্মু সুইসাইড করবো। আমার কিছু করার ছিলো না আর। তুমি আমারে মাফ করে দিও, প্লিজ। আমি তোমার হয়ে থাকতে পারি নাই ”

প্রতিদন এক সাথে কলেজ যাওয়া আসা করা পাশ্ববর্তী বাড়ির স্বর্ণালী’র কয়েকজন সহপাঠীদের সাথে কথা বললে তারা জানান, প্রতিদিনের ন্যায় আজও স্বর্ণালী কলেজে গিয়েছে, আমাদের পরীক্ষা বিষয়ক স্বাক্ষর দেয়া শেষ হলে কলেজের বিদায় অনুষ্ঠান সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য কলেজের হল রুমে আমরা পরীক্ষার্থীদের একাংশ যাই। কিন্তু স্বর্ণালী আমাদের সাথে না গিয়ে ক্লাস রুমেই বসে ছিলো পরে আলোচনা শেষে ক্লাসে এসে দেখি সে নেই, কিছুক্ষণ পরই আবার খবর শুনি সে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এবং এর পর তাড়াতাড়ি বাড়িতে এসে দেখি স্বর্ণালীর মৃত দেহ সিলিং ফ্যানের সাথে জুলে আছে। স্বর্ণালীর এমন মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তার স্মৃতিগুলো এখনো যেন চোখের সামনে ভাসছে। এই তো সকালে সে সহ আমারা এক সাথে কলেজ গিয়েছিলাম।

স্বর্ণালী’র নানার বাড়ির লোকজনের সাথে কথা বলে জানা যায়, বাবার বাড়ি দায়ছারা মোল্লা বাড়িতেই স্বর্ণালী ছোটবেলা থেকে বড় হয়ে উঠে এবং প্রাথমিকের পড়া-শোনা সেখানেই শেষ করে। পরে প্রবাসী বাবা আক্তার হোসেন প্রবাসে থাকা অবস্থায় কিডনিজনিতে রোগে আক্রান্ত হয়ে দেশে ফিরে আসেন এবং চিকিৎসারত অবস্থায় বাবা মৃত্যুবরণ করেন। বাবা আক্তার হোসেন এর মৃত্যুর পর পরিবারের এক মাত্র সন্তান স্বর্ণালী তার নানার বাড়িতে থেকেই বড় হয়েছেন ভর্তি হয়েছেন নানার বাড়ির পাশ্ববর্তী স্কুল রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে ও হাইস্কুলের গন্ডি পেরোনোর পর একাদশ শ্রেণীতে ভর্তি হন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজে। মা তাসলিমা বেগম ও নানী হোসনেয়ারাসহ ছোট মামা সাখাওয়াত হোসেন কবির’র ঘরে মামা-মামীর সাথেই থাকতো স্বর্ণালী। সাম্প্রতি সময়ে স্বর্ণালীর বাবার বাড়িতে তার পৈত্রিক সম্পত্তির উপর বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। সামান্য কিছু কাজ শেষ হলেই সেখানে চলে যাওয়ার কথা ছিলো। কিন্তু জীবিত থেকে আর ফিরে যাওয়া হলো না পৈত্রিক বিটায়, তার আগেই পরোপারে পাড়ি জমালো কলেজ ছাত্রী স্বর্ণালী আক্তার। ফাঁস দিয়ে মৃত্যুর ঘটনায় স্বর্ণালীর নানা বাড়িতে শোকের মাতম বইছে।

এবিষয়ে জানতে চাইলে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে