সংবাদ শিরোনাম ::
পূবালী ব্যাংক ফরিদগঞ্জ উপশাখার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৫৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
পূবালী ব্যাংক পিএলসি ফরিদগঞ্জ উপশাখার উদ্বোধন হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন অতিথিবৃন্দ। এর আগে ব্যাংকের গৃদকালিন্দিয়া শাখার ব্যবস্থাপক নাঈমুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের কুমিল্লা অঞ্চলের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. জহিরুল ইসলাম। ফরিদগঞ্জ উপশাখার ব্যবস্থাপক মোরশেদ আলমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক মুহম্মদ শফিউল আজম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, বঙ্গবন্ধু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নেপাল দেবনাথ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার পাঠান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আইনজীবি আমান উল্ল্যা, ব্যবসায়ী ইয়াছিন হোসেন প্রমুখ।