নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় ও মিলাদ
- আপডেট সময় : ০৫:০০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ পৌরসভা সদরে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টান্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া, চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর ২০২৪) বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক রাসেদুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রূপসা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মজিবুর রহমান, নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার পরিচালক সদস্য ও সহকারী প্রধান শিক্ষক জুয়েল হোসেন গাজী, বিদ্যালয়ের পরিচালক সদস্য ও নূরানী বিভাগের প্রধান মাওলানা মুজাম্মেল হক, সিনিয়র সহকারী শিক্ষিকা রেবা বিশ্বাস, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার, হাফেজ কাউছার আহমেদ, ক্বারী ইয়াছিন পাটওয়ারী, আলিমা আক্তার স্মৃতি, হাফেজ নাঈম হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন মিন্টু বলেন, নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা ২০১১ সাল থেকে সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিদ্যালয়ে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। আজ যারা বিদায় নিচ্ছে, বিদ্যালয়ের প্রতিটি পরতে পরতে তাদের স্মৃতি জড়িয়ে আছে, যা কখনো ভোলার নয়। শিক্ষকদের সাথেও তাদের কিছু মধুময় স্মৃতি রয়েছে। আশা করি তারাও সেই স্মৃতি মনে রাখবেন। পূর্বে যারা এখান থেকে বিদায় নিয়েছে তাদেরও অনেক স্মৃতি এই বিদ্যালয়ে বিদ্যমান। আসলে আমরা আজ ওদেরকে বিদায় দিচ্ছি না, তাদের সুন্দর ভবিষ্যতের জন্যে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে। আমি আশা করি, তারা ভবিষ্যতে বড়ো হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এবং নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন নূরানী বিভাগের প্রধান মাওলানা মুজাম্মেল হক।