নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল’র ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
- আপডেট সময় : ০৬:৫১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ ৩৯০ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জ সংবাদ ডেস্ক : উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসীর উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিশুদের মেধা বিকাশে কাজ করার জন্য নানা উদ্যোগ ও শিশুদের মাঝে আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচরণ ও সঠিক পাঠদানের ভূয়সী প্রশংসা করছেন অভিভাবক ও অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক মোঃ শাখাওয়াত হোসেন মিন্টু, পরিচালক ও সহকারি শিক্ষক জুয়েল হোসেন, সহকারি শিক্ষিকা রেবা বিশ্বাস, অভিভাবক সদস্য সামছুল আলম রিপন, সাইফুল ইসলাম, ছায়েদুল ইসলাম, ওয়াসিম পাটওয়ারী, সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, ফাতেমা আক্তার, সেলোয়া ইসলাম মীম প্রমূখ