নারী দিবসের বিতর্ক প্রতিযোগিতায় ‘ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উ.বি বিজয়ী
- আপডেট সময় : ১২:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ৩৭৫ বার পড়া হয়েছে
ফরিদগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় বিতর্ক দল।
৮ মার্চ (বুধবার) সকালে নারী দিবসে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত বিতর্কে প্রতিপক্ষ ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক দলকে হারিয়ে জয় লাভ করে জেরিন জামান তারানার নেতৃত্বাধীন দলটি।
“নারী এগিয়ে যাওয়ায় সমাজের চেয়ে পরিবারের বাধা অধিক ” বিতর্কের এমন প্রস্তাবিত বিষয়ের পক্ষে অবস্থান করে বিতর্ক করেন ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মারিয়া মজুমদার, দ্বিতীয় বক্তা নুজহাত সামিয়া রাইসা, এবং দলপ্রধান জেরিন জামান তারানা। প্রস্তাবনটির বিপক্ষে অবস্থান করে বিতর্ক করেন ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বিতর্ক দলের প্রথম বক্তা ফাইজা তাসনিম, দ্বিতীয় বক্তা সিদরাতুল মুনতাহা এবং ত্বাহীয়াত জামান দল প্রধান। বিতর্ক প্রতিযোগিতাটিতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দলপ্রধান জেরিন জামান তারানা ।
বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আজিজুনাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম এবং অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাধেশ্যাম চন্দ্র কুরী, উপজেলা সহকারী মৎস কর্মকর্তা ফারহানা আক্তার রুমা, উপজেলা সহকারী প্রোগ্রামার নাজমুল হোসেন, বড়গাঁও উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক রফিক উল্যা, ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এবং ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ অন্যান্যরা।