নানা আয়োজনে ফরিদগঞ্জে বিজয় দিবস পালিত

- আপডেট সময় : ০৪:৫৯:২০ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩ ২৬১ বার পড়া হয়েছে

শ্রদ্ধা ও ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে ফরিদগঞ্জে মহান বিজয় দিবস পালিত হয়েছে ।
শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যাদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে ৩১বার তোপধ্বনি, স্মৃতিশোধে পুস্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। এসময় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসন, পৌর মেয়র, থানা প্রশাসন,ফরিদগঞ্জ প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন রাজনৈতিক,স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
এদিন সকাল ৮ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন সরকারী ও বেসরকারী স্কুল, কলেজের শিক্ষার্থী ও থানা পুলিশের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীরর্চচা প্রদর্শন এবং ক্রীড়া সংস্থার আয়োজনে কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌলি মন্ডলের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুন্নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. সাইদুল ইসলাম, পুলিশ পরদির্শক (তদন্ত) প্রদীপ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শহিদ উল্যাহ তপাদার, ডেপুটি কমাণ্ডার মো. সারোয়ার হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নাজমুন্নাহার অনি, প্রেসক্লাবের সহসভাপতি এমকে মানিক পাঠান,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ অন্যান্যরা।