জাতীয় শোক দিবসে ফরিদগঞ্জে সিআইপি জালাল আহমেদের সমর্থনে নানা কর্মসূচি
- আপডেট সময় : ০৩:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩ ৪২৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ আওয়ামীলীগ কাতার শাখার সহ-সভাপতি ও চাঁদপুর- ৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী সিআইপি জালাল আহমেদের সমর্থনে জাতীয় শোক দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, শোক র্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগমের নেতৃত্বে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া শোক র্যালিটি ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফরিদগঞ্জ উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফরিদগঞ্জ বাজারস্থ লাকী সুপার মার্কেটের দ্বিতীয় তলার সভাকক্ষে শোক দিবসের আলোচনা সভা সম্পন্ন হয়৷
উপজেলা যুবলীগের সদস্য আব্দুল গাফ্ফার সজিবের সঞ্চালনায় আলোচনা সভায় মুঠোফোনে অতিথির বক্তব্য রাখেন সিআইপি জালাল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম। আরোও বক্তব্য রাখেন ১৪ নং ইউনিয়নের ইউপি সদস্য নান্টু মিজি ও যুবলীগ নেতা ইসমাইল পাটওয়ারী প্রমূখ।
শোক র্যালি ও আলোচনা সভায় অন্যান্য নেতাকর্মীর মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ পৌরসভা যুবলীগে সহ-সভাপতি আব্দুর রহিম নিলফ, উপজেলা যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটোয়ারী, যুবলীগনেতা রিপন পাওয়ারী, মাসুম পাটওয়ারী, হাবিবুর রহমান নয়ন, ১৫ নং ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি স্বপন পাটোয়ারী সহ অন্যান্যরা।