গৃদকালিন্দিয়া কলেজে সভাপতি আসার খবরে কলেজ ছাড়লেন অধ্যক্ষ
- আপডেট সময় : ০৬:১৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫ ৪০৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে নবনিযুক্ত এডহক কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের পরিদর্শনের খবরে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা আচমকাই কলেজ ত্যাগ করেন। বুধবার (৭ মে) দুপুরে এ ঘটনা ঘটে। এতে কলেজ ও স্থানীয় প্রশাসনিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, সভাপতি কলেজে পৌঁছানোর মাত্র ১০ মিনিট পূর্বেই অধ্যক্ষ কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কলেজ ত্যাগ করেন। সভাপতি মিলনায়তনে পরিচিতি সভায় অংশ নিলেও অধ্যক্ষ সেখানে অনুপস্থিত ছিলেন। তিনি সভাপতির একাধিক ফোন কলও গ্রহণ করেননি।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের (স্মারক নং ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮) মাধ্যমে গত ২৪ এপ্রিল সাবেক সভাপতি ডা. আনোয়ার হকের স্থলাভিষিক্ত হয়ে লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়।
এ বিষয়ে কলেজ টিচার্স কাউন্সিলের সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেন, “নতুন সভাপতির বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি। অধ্যক্ষও বিষয়টি গোপন রেখেছেন। তিনি জরুরি কাজের কথা বলে কলেজ ত্যাগ করেন বলে শুনেছি।”
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন খান বলেন, “লায়ন মো. হারুনুর রশিদ একজন জনপ্রিয় রাজনীতিক নন শুধু, তিনি একজন শিক্ষা অনুরাগীও। তাঁর আগমনে অধ্যক্ষের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।”
নবনিযুক্ত সভাপতি লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “চিঠি আমি ২৪ এপ্রিলেই পেয়েছি। এতদিনে কলেজ কর্তৃপক্ষের জানা থাকার কথা। কিন্তু আজ এসে দেখি সবাই অজ্ঞাত। অধ্যক্ষের এমন আচরণ দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া কিছু নয়।”
এ নিয়ে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রশাসনিক অঙ্গনেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন উঠেছে।












