কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদগঞ্জে নিসচা’র ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৩:১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ২৩১ বার পড়া হয়েছে
আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’- এ স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে নিরাপদ সড়ক চাই সংগঠনের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নিসচা’র ফরিদগঞ্জ শাখার সভাপতি বারাকাত উল্লাহ পাটওয়ারী’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আ্যড. জাহিদুল ইসলাম রোমান।
এ সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সড়কে চলাচলে আমাদের সবারই সচেতনতা অবলম্ব করা উচিত, আমি আমার দায়িত্ব নিবো, আপনি আপনার দায়িত্ব নিবেন এতে করে সড়ক নিরাপদ থাকবে। সড়ক নিরাপদ থাকলে সবার জন্যই মঙ্গল। আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবে সভাপতি মামুনুর রশিদ পাঠান,সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, জেলা পরিষদের সাবেক সদস্য মশিউর রহমান মিঠু, সাবেক ছাত্র নেতা আকবর হোসেন মনির, নিসচার ফরিদগঞ্জ উপজেলা শাখার অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, প্রচার সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান, সদস্য জাকির হোসেন, জাহিদুল ইসলাম ফাহিমসহ অন্যান্যরা ।