ঈদের আনন্দে সচেতনতার বার্তা, নিসচা ফরিদগঞ্জের ব্যতিক্রমী আয়োজন

- আপডেট সময় : ০৪:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ১৩৬ বার পড়া হয়েছে

নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ জুন ২০২৫) দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরের একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটওয়ারী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নারায়ণ রবিদাস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম শেখ, সহ-সভাপতি প্রবীর চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ আল-আমিন, আনোয়ার হোসেন, মাছুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পাদক আ. কাদির, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা সম্পাদক আমান উল্লাহ ফারাবী, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান এবং সদস্য মহিউদ্দিন মাহিন।
সভায় নেতৃবৃন্দ চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে বারবার দুর্ঘটনার বিষয়টি তুলে ধরে অবিলম্বে মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন, দুই লেন চালু এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের দাবি জানান।
এছাড়া দুর্ঘটনা প্রবণ এলাকাগুলোতে সড়ক সাইনেজ স্থাপন করবে নিসচা ফরিদগঞ্জ শাখা—বলে সভায় জানানো হয়।