আত্মগোপনে থেকে ব্যাংক থেকে টাকা উত্তোলন করেন ফরিদগঞ্জ পৌরসভার ক্যাশিয়ার

- আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ১১৫ বার পড়া হয়েছে

আত্মগোপনে থেকে ও অফিসের পিয়নকে দিয়ে ৫ লক্ষ ৩৮ হাজার উত্তোলন করেন ফরিদগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত ক্যাশিয়ার গিয়াস উদ্দিন।জানা যায়,গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে গা-ঢাকা দিলেন তিনি। সে থেকে তিনি অফিসে আসছে না। ফরিদগঞ্জ শাখার সোনালী ব্যাংক,মধুমতি ব্যাংক,এনসিসি ব্যাংক থেকে গত ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পযর্ন্ত অফিসের এক পিয়ন কে ডেকে চেক দিয়ে তার মাধ্যমে ৫ লক্ষ ৩৮ হাজার উত্তোলন করে,এই নিয়ে গতকাল পৌরসভা অফিসে আলোচনার ঝড় সৃষ্টি হলে পৌর সচিব শাহ সুফিয়ান খান তাৎক্ষনিক ব্যাংক কর্মকর্তাদের কোন চেকের টাকা না দেওয়ার নির্দেশ প্রদান করেন।
এই বিষয় পৌরসভার ক্যাশিয়ার পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে তার ব্যবহারিত নাম্বারে বার বার ফোন দিলেও তিনি রিচিব করেন না। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
পৌরসভার সচিব শাহ সুফিয়ান খান কাছে জানতে চাইলে তিনি জানান আমি টাকা উত্তোলনের ব্যাপারে কিছুই জানি না,গতকাল জানার পরে আমি ব্যাংকের ম্যানেজারকে বলে দিছি সামনে পৌরসভার চেক নিয়ে কেউ গেলে যেন কোন টাকা দেওয়া হয়।