আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘টিম পজেটিভ’
- আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২ ৫১৪ বার পড়া হয়েছে
আই স্পোর্টস উন্মুক্ত ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘টিম পজেটিভ’
শামীম হাসান : ফরিদগঞ্জে ৩২ দলের অংশগ্রহণে উপজেলার সর্ববৃহৎ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে।
১ অক্টোবর দুপুরে ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় কড়ৈইতলী উদয়ন যুব সংঘ ও টিম পজেটিভ। ৬০ মিনিটের খেলার প্রথমার্ধের উভয় দল কোন গোল করতে না পারায় প্রথমার্ধের খেলা গোল শুন্যতে শেষ হয়। এর পর খেলার দ্বিতীয়ার্ধে টিম পজেটিভের আশিক গেলে এক শূন্য এগিয়ে যায় টিম পজেটিভ ৫ মিনিটে ব্যবধানে দলের হয়ে টিম পজেটিভের আরো একটি গোল করেন দলের স্ট্রাইকার তরিকুল। খেলার শেষ পর্যন্ত এরপর আর কোন দল গোল না করতে পারায় দুই শূন্য ব্যবধানে জয় লাভ করে শিরোপা জিতে নেয় টিম পজেটিভ।
ফাইনাল ম্যাচে শেষে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। পুরস্কার বিতরণী পর্বে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমীন কাজল এর সভাপতি ও উপস্থাপক শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা আবুল খায়ের পাটওয়ারী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ফরিদ আহমেদ রিপন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূরুন্নবী নোমান, ফরিদগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী, ৭ নং ওয়ার্ডের কমিশনার মোহাম্মদ হোসেন সহ অন্যান্যরা। আলোচনা সভা শেষ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানারআপ দলেকে ট্রপি, মেডেল এবং প্রাইজ মানি ও ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট সহ একাধিক ক্যাটাগরিতে মনোনীতদের পুরস্কৃত করা হয়৷
খেলায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্ট ক্রীড়া অনুরাগী আবু জাপর সহ অন্যান্যরা।