আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশন’র মাতৃভাষা দিবস পালন
- আপডেট সময় : ০৬:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩ ৩৩২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি: ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়ার অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফেব্রুয়ারী (মঙ্গলবার) আইডিয়াল সমাজসেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক পারভেজ মোশারফের নেতৃত্বে প্রথম প্রহরে সংগঠনের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন করে, ২য় প্রহরে প্রতাতফেরী নিয়ে গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া বাজার সহ গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিন করে এসে খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতাতফেরী ও পুষ্পস্তবক অর্পণ শেষে ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়। সংগঠনের শুভাকাঙ্ক্ষী,সেন্ট্রাল হাসপাতাল ফরিদগঞ্জ (প্রা:) এর ল্যাব ইনচার্জ মেহেদী হাচান রাসেলের সহযোগীতা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করা হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কর্মসূচিতে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নাঈম চৌধুরী,কামরুল মোল্লা,হাচান মাছুম,জাকিয়া সুলতানা,হাচান আটিয়া,মোজাম্মেল হোসেন,হাসনাত গাজী,কামরুল হাচান,সাইফুল ইসলাম গাজী,তাজুল ইসলাম,রাকিব আহম্মেদ,নাঈমা আক্তার,রফিকুল ইসলাম রাফি,হানিফ হোসেন,সাকিব হাচান,ইকবাল গাজী,নাঈমুল ইসলাম নাঈম প্রমুখ।
প্রতিবেদক : পারভেজ মোশাররফ
বিশেষ প্রতিনিধি, ফরিদগঞ্জ সংবাদ