সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে শিশু দিবসে প্রজ্জ্বলন’র শিশু উৎসব

শামীম হাসান
- আপডেট সময় : ০৬:৪৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মার্চ ২০২৩ ৩৫৮ বার পড়া হয়েছে

১৭ মার্চ জাতীয় শিশু দিবস উপলক্ষে ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুশিক্ষা ও সামাজিক সংগঠন প্রজ্জ্বলন’র শিশুদের নিয়ে দ্বিতীয়বারের মতো আয়োজিত হলো শিশু উৎসব।
১৭ মার্চ (শুক্রবার) ফরিদগঞ্জ প্রেসক্লাব চত্বরে আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় শিশু উৎসব। কয়েকটি ইভেন্টে সম্পন্ন হওয়া বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে প্রজ্জ্বলন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি খাদিজা তাসনীম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ হারুনুর রশীদ সাগর।
এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, ফরিদগঞ্জে সুবিধাবঞ্চিত শিশুরা যথাযথ বেড়ে উঠার জন্য এবং তাদের পড়াশোনার উপকরণ সংগ্রহ সহ তাদের সহযোগিতা করার লক্ষ্যে যতগুলো উদ্যোগ নেওয়া হয় সবগুলো উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রজ্জ্বলনের স্বেচ্ছাসেবীদের কাজে সহায়তা করা উচিত। শিশুরা এখান থেকে যে নৈতিক গুণাবলি এবং পাঠ্যক্রমের শিক্ষা গ্রহণ করে আগামী কয়েক বছর পর এদের থেকে যদি শিক্ষিত ছেলে-মেয়ে বেরিয়ে আসেই সেটি হবে প্রজ্জ্বলন’র উদ্যোগতাদের সফলতা। প্রজ্জ্বলন’র মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার আলোয় আলোকিত হোক ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি সভাপতি আব্দুস সালাম আজাদ জুয়েল, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহআলম শেখ,প্রেসক্লাব সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক গাজী মমিন, প্রজ্জ্বলনের সহ-সভাপতি তৌহিদুর রহমান রণি, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম রাসেল, সাংগঠনিক সদস্য হাসান আহম্মেদ সাকিব, সদস্য আল-আমীন হোসেন, সাইমুন হোসেন, রনি সহ অন্যান্যরা।
শিশু উৎসবে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে বিস্কুট দৌড় ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে মোঃ শুভ, দ্বিতীয় স্থান অর্জন মিম আক্তার এবং তৃতীয় স্থান মোঃ রাব্বি। অপর ইভেন্ট ছেলেদের মোড়গ লড়াইয়ে প্রথম স্থান অর্জন করে মোঃ নিরব, দ্বিতীয় স্থান মোঃ শাহাদাত, তৃতীয় স্থান মোঃ আল-আমীন। মেয়েদের বেলুন রক্ষা ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছে রাইসা আক্তার, ২য় স্থান রুমা আক্তার এবং তৃতীয় সুমাইয়া আক্তার।