সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বিএনপির প্রচারণা শুরু
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আসন্ন নির্বাচনে সেই অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ পৌর এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার প্রথম দিনে গণসংযোগ ও ধানের শীষের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে রায় দেবে। ধানের শীষ উন্নয়ন ও নতুন বাংলাদেশ গড়ার প্রতীক উল্লেখ করে তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। এই নীতিতেই বিএনপির রাজনীতি।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।











