পাইকপাড়া গোল্ডকাপে চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব
- আপডেট সময় : ০৬:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘পাইকপাড়া গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৬’-এর ফাইনাল খেলা। বিপুল দর্শক উপস্থিতি ও প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় বহুল আলোচিত এই টুর্নামেন্ট।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) পাইকপাড়া ইউনিয়নের গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সৌদি প্রবাসী একাদশকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব।
ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে সৌদি প্রবাসী একাদশ। নির্ধারিত ওভার শেষে তারা কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবের সামনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লক্ষ্য দাঁড় করায়। জবাবে কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাবের ব্যাটসম্যানরা দায়িত্বশীল ও ধৈর্যশীল ব্যাটিং করে ৫ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
খেলা চলাকালে মাঠজুড়ে উপস্থিত দর্শকদের করতালি, উল্লাস ও উদ্দীপনায় পুরো এলাকা উৎসবের রূপ নেয়।
খেলা শেষে আয়োজক কমিটির আহ্বায়ক জুয়েল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য ও স্পিডি গ্রুপের চেয়ারম্যান লায়ন মো. আল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, এই ধরনের ক্রীড়া আয়োজন নতুন প্রজন্মকে মাঠমুখী করে সমাজকে আরও সুস্থ ও শক্তিশালী করে তুলবে।
তিনি আরও বলেন, যুবসমাজ শুধু খেলাধুলায় নয়, এলাকার সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মামুন হোসেন ও যুগ্ম-আহ্বায়ক ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউছার হোসেন সাগর, নজরুল ইসলাম মিজি, শরীফ সর্দার, আবুল কাশেম রিয়াদ, সাইফুল ইসলাম রুবেল, ব্যারিস্টার ফজলে বিন মহসীন, নজরুল ইসলাম সর্দার, আবুল কাশেম শাওন, আরমান হোসেন ছোটন, জুয়েল আফরান, ফাহাদ পাটওয়ারী, রাজা মিয়া সর্দার ও নিজাম উদ্দিন বাপ্পি।
অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন কাতার প্রবাসী স্পোর্টিং ক্লাব এবং রানার্স-আপ সৌদি প্রবাসী একাদশের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।











