ফরিদগঞ্জ ০১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলনে দাবি, ওসির বিরুদ্ধে মানববন্ধনে হামলাকারীরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কেউ নয় ফরিদগঞ্জে পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন ফরিদগঞ্জের খাজুরিয়ায় তারুণ্যের সমাবেশ ফরিদগঞ্জের চরকুমিরায় পানিতে ডুবে মাদ্রাসার শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রাম রিজিওনাল টি-২০ টুর্নামেন্টে ফরিদগঞ্জের সাদ্দামের বাজিমাত ১১ বছর আগের পরিপত্র দেখিয়ে ফরিদগঞ্জে এইচএসসি ব্যবহারিকে বাড়তি টাকা আদায় সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদগঞ্জের যুবক নিহত, পরিবারে শোকের মাতম ফরিদগঞ্জে হাজারো মানুষের দূর্ভোগ লাগবে অবশেষে নতুন ভাবে নির্মিত হচ্ছে ঝুঁকিপূর্ণ কাটাখালী ব্রীজটি সংবাদ সম্মেলনে অভিযোগ পরকীয়া আড়াল করতে মিথ্যা মামলা ফেসবুক হ্যাক থেকে বিকাশ প্রতারনা, সবখানেই মানুষের পাশে মাহিন উল হাসান শুভ

সংবাদ সম্মেলনে অভিযোগ পরকীয়া আড়াল করতে মিথ্যা মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৬২৯ বার পড়া হয়েছে
কোনরূপ তদন্ত ছাড়াই রাজনৈতিক প্রভাবের কারণে একটি পরকিয়ার ঘটনাকে আড়াল করতে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে তার স্বামীসহ দুইজন কারাভোগ করছে। এই ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে সেলিনা বেগম নামে ভুক্তভোগীর স্ত্রী দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, প্রকৃত ঘটনা প্রকাশ ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা বেগম বলেন, তার স্বামী মোঃ মানিক একজন সাধারণ কাঠমিস্ত্রি। পুর্ব পরিচয়ের সূত্র ধরে গত বৃহষ্পতিবার (২১ আগস্ট)  সুমি আক্তার নামের এক নারী পরকীয়া তার পরকিয়া প্রেমিক বেলায়েত হোসেনকে নিয়ে তার বাসায় আসে। বেলায়েত হোসেন অপরিচিত হওয়ায় তার সন্দেহ হয়। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে সুমি ও তার সঙ্গী বাসা থেকে চলে যায়।
পরদিন শুক্রবার (২২ আগস্ট) ওই বেলায়েত উল্টো মানিক, তার বন্ধু রিয়াদসহ আরও একজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। একইদিন স্থানীয় রাজনীতিবিদ আব্দুল মতিনের নেতৃত্বে আল মদিনা হাসপাতালের সামনে প্রকাশ্যে মানিক ও রিয়াদকে মারধর করে। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশকে তাদেরকে চিহ্নিত চাঁদাবাজ হিসেবে দেখিয়ে মামলা দায়ের পূর্বক চাঁদপুর পাঠিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, “কোনো তদন্ত ছাড়াই পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা দায়ের করা হয়েছে। আমার স্বামী ও তার বন্ধু নির্দোষ হয়েও কারাগারে দিন কাটাচ্ছেন। আমি ছোট ছোট সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”
এ ঘটনায় তিনি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, স্বামী ও তার বন্ধুর নিঃশর্ত মুক্তি এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংবাদ সম্মেলনে অভিযোগ পরকীয়া আড়াল করতে মিথ্যা মামলা

আপডেট সময় : ০১:০২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
কোনরূপ তদন্ত ছাড়াই রাজনৈতিক প্রভাবের কারণে একটি পরকিয়ার ঘটনাকে আড়াল করতে চাঁদাবাজির মিথ্যা মামলা দিয়ে তার স্বামীসহ দুইজন কারাভোগ করছে। এই ঘটনায় পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) বিকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে সেলিনা বেগম নামে ভুক্তভোগীর স্ত্রী দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, প্রকৃত ঘটনা প্রকাশ ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা বেগম বলেন, তার স্বামী মোঃ মানিক একজন সাধারণ কাঠমিস্ত্রি। পুর্ব পরিচয়ের সূত্র ধরে গত বৃহষ্পতিবার (২১ আগস্ট)  সুমি আক্তার নামের এক নারী পরকীয়া তার পরকিয়া প্রেমিক বেলায়েত হোসেনকে নিয়ে তার বাসায় আসে। বেলায়েত হোসেন অপরিচিত হওয়ায় তার সন্দেহ হয়। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে সুমি ও তার সঙ্গী বাসা থেকে চলে যায়।
পরদিন শুক্রবার (২২ আগস্ট) ওই বেলায়েত উল্টো মানিক, তার বন্ধু রিয়াদসহ আরও একজনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। একইদিন স্থানীয় রাজনীতিবিদ আব্দুল মতিনের নেতৃত্বে আল মদিনা হাসপাতালের সামনে প্রকাশ্যে মানিক ও রিয়াদকে মারধর করে। পরে পুলিশ এসে তাদের আটক করে থানায় নিয়ে যায়। পরে পুলিশকে তাদেরকে চিহ্নিত চাঁদাবাজ হিসেবে দেখিয়ে মামলা দায়ের পূর্বক চাঁদপুর পাঠিয়ে দেয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, “কোনো তদন্ত ছাড়াই পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা দায়ের করা হয়েছে। আমার স্বামী ও তার বন্ধু নির্দোষ হয়েও কারাগারে দিন কাটাচ্ছেন। আমি ছোট ছোট সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছি।”
এ ঘটনায় তিনি ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার, স্বামী ও তার বন্ধুর নিঃশর্ত মুক্তি এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।