ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ শাহনাজের মৃত্যু।। উত্তেজিত জনতার নাসিমার ঘরে আগুন

- আপডেট সময় : ০৫:৩৯:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শাহনাজ বেগম (৩৮)। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত নাসিমা বেগমের দুইটি ঘরে হামলা চালিয়ে লুটপাট করে এবং আধাপাকা বসতঘরে অগ্নিসংযোগ করে।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উপাদিক গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর রাতে সুদের লেনদেনকে কেন্দ্র করে শাহনাজ বেগমের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনার নেপথ্যে প্রতিবেশী নাসিমা বেগমের জড়িত থাকার অভিযোগ ওঠে। পুলিশ ঘটনার পরপরই নাসিমাকে গ্রেপ্তার করে এবং পরদিন আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
এরপর পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শাহনাজ। তার মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে বিকেলে ক্ষুব্ধ জনতা নাসিমার বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে থাকা মালামাল লুট করে এবং পরে আধাপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে উত্তেজিত জনতার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কমান্ডার কামরুল ইসলাম।
এ ঘটনায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনীর সদস্যরা এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয়রা দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করার জন্যও পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।