সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান জিএস তছলিম নিজ বাসা থেকে আটক
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ ৫২২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জেনারেল সেক্রেটারী জিএস তছলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ জুলাই ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে চাঁদপুর শহরের তার নিজ বাসা থেকে সাদা পোশাকে পুলিশ সদস্যরা তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেছেন তার একজন ঘনিষ্ঠ আত্মীয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে কয়েকজন ব্যক্তি তার বাসার আশপাশে অবস্থান করছিলেন। রাত ১০টার দিকে তারা সরাসরি বাসায় গিয়ে তাকে আটক করেন এবং কোন ধরনের হৈচৈ ছাড়াই গাড়িতে তুলে নিয়ে যান।
তবে এখন পর্যন্ত তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বা গ্রেপ্তারের কারণ কী — তা আনুষ্ঠানিকভাবে জানায়নি পুলিশ প্রশাসন।
গ্রেপ্তারের ঘটনায় তার পরিবার ও ঘনিষ্ঠ মহলে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।












