শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকসে ৩০ টি ইভেন্টের ফরিদগঞ্জের ১২ টিতে পদক লাভ
- আপডেট সময় : ১১:৩৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮৭ বার পড়া হয়েছে
শেখ কামাল আন্তঃস্কুল মাদ্রাসা অ্যাথলেটিকসে ৩০ টি ইভেন্টের ফরিদগঞ্জের ১২ টিতে পদক লাভ
শামীম হাসান : শেখ কামাল আন্ত: স্কুল-মাদ্রাসা অ্যাথলেটিকসে জেলা পর্যায়ের প্রতিযোগীতায় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার ৬৫ জন ক্ষুদে ক্রীড়াবিদ জেলা পর্যায়ে অংশ নিয়ে ৩০ টি ইভেন্টের মধ্যে ১২ টিতে সাফল্য অর্জন করেছে।
গত ৪ জানুয়ারী (শনিবার) চাঁদপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগীতায় ক্ষুদে এই ক্রীড়াবিদরা তাদের সাফল্য অর্জন করে।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীরা হলো, বালিকাদের ১০০ মিটার দৌড়ে মারজানা আক্তার চ্যাম্পিয়ন, সাদিয়া আক্তার রানারআপ, ২০০ মিটার দৌড় ইয়াছিন রানারআপ, ৪০০ মিটারে রানারআপ মাে: হামিম, হাই ও লং জাম্প দুই ইভেন্টের শাহাদাত হােসেন চ্যাম্পিয়ন, ইমাম উদ্দীন শিপন জেভলিন থ্রো’তে চ্যাম্পিয়ন,ডিসকাস ও জেভলিন থ্রো’ দুইটাতে নাঈমা তাহমিন তমা রানারআপ, উচ্চ লাফে রবিউল আউয়াল রানারআপ, লং জাম্পে ছাদেক রানারআপ, হাই জাম্পে আমেনা আক্তার রানারআপ।
তাদের এমন সাফল্যে উপজেলার ক্রীড়াঙ্গনের বিভিন্ন ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়েছে।