সংবাদ শিরোনাম ::
ভাষা দিবসে প্রেরণা সামাজিক সংঘের সচেতনতামূলক সাইকেল র্যালি

শামীম হাসান
- আপডেট সময় : ১১:৫৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে

সামাজিক সম্প্রীতি, সন্ত্রাস, মাদক, ইভটিজিং মুক্ত সমাজ গড়তে এবং সুস্থ সংস্কৃতির বার্তা সকলের কাছে ছড়িয়ে দিতে ভাষা দিবসে সচেতনমূলক সাইকেল র্যালি করেছে প্রেরণা সামাজিক সংঘ’র সেচ্ছাসেবীরা।
বুধবার (২১শে ফেব্রুয়ারী) প্রেরণা সামাজিক সংঘ’র প্রতিষ্ঠাতা রবিন হাছান ফরহাদের সার্বিক পরিচালনায় সাইকেল র্যালিটি ফরিদগঞ্জের ফকির বাজার থেকে শুরু করে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ মাঠে এসে হাঁড়ি ভাঙ্গা খেলার মাধ্যমে র্যালিটি শেষ হয়।

সংগঠনটির সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান এবং প্রধান উপদেষ্টা ব্যাংকার আনোয়ার হোসেনের পরিচালনায় সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হরিপদ দাস, ঘনিয়া সাঈদীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, মানুরী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিন উল্লাহ স্থানীয় ইউপি সদস্য আল আমিন হোসেন, তুহিন বেপারীসহ প্রেরণা সামাজিক সংঘ’র শতাধিক সেচ্ছাসেবী সদস্য।